Last Updated: December 12, 2012 20:24

রাজ্যসভায় আলোচনা লাগাতার ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ হন মায়াবতী। চেয়ারম্যানের সভা চালোনার পদ্ধতি নিয়ে প্রশ্ন করার রেওয়াজ নেই রাজ্যসভায়। কিন্তু সংসদের প্রথা ভেঙে চেয়ারম্যানের আচরণ নিয়ে প্রশ্ন তুলে চেয়ারম্যানকে অস্বস্তিতে ফেলে দেন বিএসপি নেত্রী।
সকলের সাহায্য ছাড়া সভার কাজ সুষ্ঠুভাবে যে চালানো সম্ভব না তা বোঝানোর চেষ্টা করেন হামিদ আনসারি। চেয়ারম্যান একথা বলা মাত্রই হইহট্টগোল শুরু করে দেন বিএসপি সাংসদরা। বিব্রত হামিদ আনসারি কিছু সময়ের জন্য সভা মুলতুবি করে দেন।
First Published: Wednesday, December 12, 2012, 20:24