মোদী বিরোধী ওয়াটসঅ্যাপ করে গ্রেফতার বেঙ্গালুরুর এমবিএ ছাত্র

মোদী বিরোধী ওয়াটসঅ্যাপ করে গ্রেফতার বেঙ্গালুরুর এমবিএ ছাত্র

মোদী বিরোধী ওয়াটসঅ্যাপ করে গ্রেফতার বেঙ্গালুরুর এমবিএ ছাত্র মোদী বিরোধী ওয়াটসঅ্যাপ করার জন্য বেঙ্গালুরুর এক এমবিএ-র ছাত্রকে গ্রেফতার করল সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। কর্ণাটকের ভাটকল কলেজে ইন্টার্নশিপ করেন ২৪ বছরের সইদ ওয়াকাস। চার বন্ধুর সঙ্গে বসন্তনগরে মেসে থাকতেন সইদ। পাঁচজনকেই মোবাইল নম্বর খুঁজে আটক করে বেলগাম পুলিস। তাঁদের তুলে দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চের হাতে।

বাকি চারজনকে রবিবার ছেড়ে দেওয়া হলেও ওয়াকাসকে আইটি ধারায় গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ। আরটিআই সংগঠক জয়ন্ত মুকুন্দ তিনাইকর গত ১৬ মে সইদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। এর আগে ফেসবুকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য পোস্ট করার জন্য গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে।

First Published: Monday, May 26, 2014, 22:06


comments powered by Disqus