পরীক্ষা প্রহসন- এমবিবিএস পরীক্ষায় হলে গার্ড দিচ্ছেন তৃণমূল নেতা, গোপন ক্যামেরায় ধরা পড়ল ছবি

পরীক্ষা প্রহসন- এমবিবিএস পরীক্ষায় হলে গার্ড দিচ্ছেন তৃণমূল নেতা, গোপন ক্যামেরায় ধরা পড়ল ছবি

Tag:  mbbs exam
পরীক্ষা প্রহসন- এমবিবিএস পরীক্ষায় হলে গার্ড দিচ্ছেন তৃণমূল নেতা, গোপন ক্যামেরায় ধরা পড়ল ছবিসরকারি মেডিক্যাল কলেজে চলছে এমবিবিএস পরীক্ষা। কিন্তু পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। গোপন ক্যামেরায় ধরা পড়ল পরীক্ষা হলের ভেতরের এই চাঞ্চল্যকর ছবি। ঘটনাস্থল রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। গোপন ক্যামেরায় ধরা পড়েছে দুই ছাত্র নেতা শুভজিত দত্ত এবং সৌমাভ চ্যাটার্জির ছবি। ২ মে থেকে ১৫ই মে, এমবিবিএসের পঞ্চম বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষা ছিল।

এনআরএস, আরজি কর এবং কেপিসি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের সিট পড়ে এসএসকেএমে। নিয়ম অনুযায়ী, মেডিক্যাল কলেজে পরীক্ষার হলে গার্ড দিতে পারেন শিক্ষক, আরএমও এবং শিক্ষা কর্মীরা।

কিন্তু যে ছবি ক্যামেরা বন্দি হয়েছে, তাতে দেখা যাচ্ছে বহাল তবিয়তে পরীক্ষা হলের দায়িত্ব সামলাচ্ছেন দুই ছাত্র নেতা। শুধু গার্ড দেওয়াই নয়, কয়েকজন পরীক্ষার্থীকে রীতিমতো উত্তর বলে দেওয়ার ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। হলের উপস্থিত ইনভিজিলেটরের সামনেই চলছে তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের দাদাগিরি। প্রতিবাদ দূরের কথা, হলের মধ্যে টিএমসিপি নেতাদের সঙ্গে খোশগল্পে ব্যস্ত ইনভিজিলেটররা। অন্য কলেজ থেকে পরীক্ষা দিতে আসা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সুবিধা করে দিতেই হলের মধ্যে টিএমসিপি নেতাদের এই নজরদারি বলে অভিযোগ।

গোপন ক্যামেরায় দেখা যাচ্ছে বহাল তবিয়তে পরীক্ষা হলের দায়িত্ব সামলাচ্ছেন তৃণমূল ছাত্রপরিষদের দুই ছাত্র নেতা শুভজিত দত্ত এবং সৌমাভ চ্যাটার্জি। শুধু গার্ড দেওয়াই নয়, কয়েকজন পরীক্ষার্থীকে রীতিমতো উত্তর বলে দেওয়ার ছবিও ধরা পড়েছে ক্যামেরায়।
হলের উপস্থিত ইনভিজিলেটরের সামনেই চলছে তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের দাদাগিরি। এই ঘটনার নিন্দা করেছেন চিকিত্সক সংগঠনের নেতা রেজাউল করিম।

অন্য কলেজ থেকে পরীক্ষা দিতে আসা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সুবিধা করে দিতেই হলের মধ্যে টিএমসিপি নেতাদের এই নজরদারি বলে অভিযোগ। অভিযোগ মানতে চাননি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পাণ্ডা।

First Published: Thursday, June 5, 2014, 20:17


comments powered by Disqus