হতাশায় বিতর্কে জড়ালেন সাদা-কালোর কোচ ও খেলোয়াড়রা

হতাশায় বিতর্কে জড়ালেন সাদা-কালোর কোচ ও খেলোয়াড়রা

Tag:  mohamedan soprting
হতাশায় বিতর্কে জড়ালেন সাদা-কালোর কোচ ও খেলোয়াড়রাআই লিগের মূলপর্বে খেলার ছাড়পত্র হাতছাড়া হওয়ার পাশাপাশি বিতর্কে জড়ালেন মহমেডানের কয়েকজন কর্তা আর ফুটবলার। ইউনাইটেড সিকিম আর মহমেডান ম্যাচের কমিশনার সুবর্ণ যে রিপোর্ট ফেডারেশনকে জমা দিয়েছেন, তাতে পরিষ্কার লেখা আছে, মহমেডানের কয়েকজন কর্তা আর ফুটবলার রেফারিকে তিরস্কার করেছেন। এমনকী, রেফারির ঘরে লাথি মারার অভিযোগও উঠেছে। রেফারির দিকে তেড়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। এদিকে আই লিগের মূলপর্বে উঠতে না-পারার জন্য হতাশ মহমেডান কোচ অলোক মুখার্জি। যোগ্যতাঅর্জন করতে না-পারার জন্য রেফারিংকেই দায়ী করছেন তিনি।
 
মহমেডানের কোচের অভিযোগ পরিকল্পিতভাবেই তাদের আই লিগের মূলপর্বে উঠতে দেওয়া হয়নি।

First Published: Wednesday, April 18, 2012, 22:49


comments powered by Disqus