Last Updated: April 10, 2013 18:55

তাঁর নাচের তালে দর্শকদের মাতোয়ারা করেছেন দেড় দশক। তবে তিনি যে গাইতেও পারেন তা প্রায় জানতেন না কেউই। শোনা যাচ্ছে তাঁর আগামী থবি গুলাব গ্যাং-এ নাকি একটা গোটা গান গেয়েছেন মাধুরী দীক্ষিত।
ছবির প্রযোজক অনুভব সিনহা জানিয়েছেন, খব কম লোকই জানে যে মাধুরী দারণ গায়। ওর মা সবসময় চাইতেন মাধুরী ধ্রুপদী সঙ্গীত নিয়ে চর্চা করুক। মাধুরী আমার ছবিতে গাওয়ায় আমি দারুণ খুশি। আপনারা খুব তাড়াতাড়ি সেই গান শুনতে পাবেন। একটা দৃশ্য ছিল যেখানে মাধুরী হঠাত্ই গুনগুন করে গেয়ে উঠবে। ওর গান শুনেই ওটাকে একটা গোটা গানের দৃশ্যে পরিণত করতে ইচ্ছা হয় আমার। মাধুরীও রাজি হয়ে যায়। ছবির প্রথমার্ধেই থাকবে গানটা।
তবে মাধুরী একা নন। তাঁর সঙ্গে গানে গলা মিলিয়েছেন তাঁর মাও। অন্ধেরির এম্পায়ার স্টুডিওতে দু`ঘণ্টায় গান রেকর্ড করেছেন মা ও মেয়ে।
First Published: Wednesday, April 10, 2013, 18:55