Last Updated: November 23, 2011 19:36

চকলেট হিরো রনবীর সিং কে নিয়ে গুঞ্জন শুরু বি টাউনে। অনুস্কা শর্মার পর রনবীর সিং এবার দাবাং প্রসিদ্ধ সোনাক্ষি সিনহার বেশ ঘনিষ্ট বলেই জল্পনা রয়েছে পরিচিত মহলে।
রনবীর নিজে অবশ্য এই গুঞ্জনের পুরোটাই উড়িয়ে দিয়েছে । লুটেরার শুটিং এর সময় থেকে বেশ ঘনিষ্টতা বাড়ে দুজনের। সেই থেকে গুঞ্জনের সূত্রপাত। রনবিরের মতে গ্ল্যামার ওয়ার্লডে এই ধরনের ` লিঙ্ক আপ ` নতুন নয়। এই ছবির সূত্রেই প্রথম দেখা তাঁদের । তাঁরা কেবলই বন্ধু। এই মুহূর্তে তাঁদের সম্পর্ককে খুব ভালো বন্ধুত্বের তকমা দিতেও রাজি নয় রনবির ।
First Published: Wednesday, November 23, 2011, 19:36