Last Updated: December 20, 2011 19:19

অলিম্পিকের দুশো দিন আগে ভারতের পদক জয়ের সম্ভাব্য ক্ষেত্রগুলোকে চিহ্নিত করল স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়া। সাইয়ের পক্ষ থেকে ভারতের বিয়াল্লিশজন ক্রীড়াবিদের একটি তালিকা প্রকাশিত করা হয়েছে। সাইয়ের মতে এই বিয়াল্লিশজন অলিম্পিকে ভারতকে পদক এনে দিতে পারেন। তালিকায় ভারতের শুটার অভিনব বিন্দ্রা, বক্সার বিজেন্দ্র সিং, সুশীল কুমার, মহেশ ভুপতি, সোমদেব দেববর্মন, সাইনা নেহওয়ালদের নাম রয়েছে।
First Published: Tuesday, December 20, 2011, 19:24