Last Updated: May 25, 2013 12:22

রাজ্যের তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতালের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। মালদহ, মুর্শিদাবাদ এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এমসিআই জানিয়েছে, কলেজ হওয়ার কোনও যোগ্যতাই নেই এই প্রতিষ্ঠানগুলির। এ বিষয়ে লিখিত জবাবও তলব করা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে এই তিন মেডিক্যাল কলেজে ছাত্রভর্তি বন্ধ করে দেওয়া হবে চলতি বছর থেকেই।
এবার এমসিআই বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কোপে রাজ্যের তিন মেডিক্যাল কলেজ হাসপাতাল। সর্বভারতীয় পর্ষদের তরফে চিঠি দিয়ে কড়া ভাষায় ভর্ৎসনা করা হয়েছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। চিঠিতে বলা হয়েছে, মেডিক্যাল কলেজ হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই এই তিনটি হাসপাতালের। এমসিআইয়ের মতে, এই তিনটি হাসপাতালের কোনটিই প্রয়োজনীয় পরিকাঠামো, যথাযথ চিকিত্সা ব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ নেই।
আগামী ১৫ দিনের মধ্যে তিনটি হাসপাতালের কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব তলব করেছে এমসিআই। কেন এই বেহাল দশা, সে বিষয়ে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক হলে তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের পরিদর্শনে আসবে এমসিআইয়ের প্রতিনিধিদল। সে ক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কলেজপিছু তিন লক্ষ টাকা করে পরিদর্শন ফি দিতে হবে এমসিআইকে। রিপোর্টের বয়ানে এমসিআই কর্তারা সন্তুষ্ট না হলে, বাতিল করা হবে এই তিন মেডিক্যাল কলেজের অনুমোদন। বন্ধ করে দেওয়া হবে পঠনপাঠন।
চলতি বছর থেকেই কলেজগুলিতে ছাত্র ভর্তি বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে এমসিআই। তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলিয়ে মোট আসন সংখ্যা প্রায় তিনশো। সেক্ষেত্রে দুহাজার তেরো সাল থেকে ছাত্রভর্তি বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় পাস করা পড়ুয়ারা। তবে যাঁরা ইতিমধ্যেই মেডিক্যাল কলেজগুলিতে পড়াশুনো করছেন তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছে এমসিআই। অর্থাত্ এই মেডিক্যাল কলেজগুলি থেকেই এমবিবিএস কোর্স শেষ করতে পারবেন তাঁরা। এমসিআইয়ের এই চিঠি রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন চিকিত্সক মহলের একাংশ।
First Published: Saturday, May 25, 2013, 12:22