Last Updated: July 31, 2013 09:16

পঞ্চায়েত নির্বাচন পর্বে মুখ্যমন্ত্রীসহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রীরা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কমিশনকে। এতদিন চুপ থাকার পর মঙ্গলবার এনিয়ে মুখ খুলেছেন মীরা পাণ্ডে। কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। দায়িত্বজ্ঞানহীনের মতো পাল্টা উত্তর দেওয়া কমিশনের কাজ নয়। এভাবেই পরোক্ষে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা-মন্ত্রীদের মন্তব্যের সমালোচনা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার।
গোটা পঞ্চায়েত নির্বাচন পর্ব জুড়ে তিনি সর্বদাই ছিলেন সরকারের টার্গেট। কখনও তীর্যক মন্তব্য, কখনও আক্রমণ একেবারে ব্যক্তিগত স্তরে।
ভোটপর্ব মেটার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গলা মিলিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও..মুখ্যমন্ত্রী বলেছিলেন, একবারে ভোট হলে এত হিংসা হত না।
ভোটপর্ব মিটে যাওয়ার পরেও কমিশনকে কটাক্ষ করতে ছাড়েননি শিল্পমন্ত্রী। নির্বাচন এবং গণনা পর্ব চলাকলীন অবশ্য এ নিয়ে মুখ খোলেননি রাজ্য নির্বাচন কমিশনার। সবকিছু মিটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী এবং তৃণমূল শীর্ষনেতৃত্বের মন্তব্যকে দায়িত্বজ্ঞনহীন বলেই ভাবছে কমিশন।
কোনো সন্দেহ নেই, ভোটের ফল বেরোনর পর রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আরও খোলখুলি তোপ দাগবেন শাসকদলের নেতা-মন্ত্রীরা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রতি পর্বে যেভাবে কমিশনকে চ্যালেঞ্জ এবং আদালতকে কার্যত উপেক্ষা করেছে রাজ্য সরকার, তা ভবিষ্যত নির্বাচনের ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।
First Published: Wednesday, July 31, 2013, 10:36