Last Updated: December 11, 2013 20:41

টাউন্সভিলে এক প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়টা যখন শেষ করল ১৪ বছরের অস্ট্রেলিয়ার ছেলেটা তখন সবার চক্ষু চড়ক গাছ। একি ঘড়িটা ঠিক চলছে তো! পরে জানানো হল, হ্যাঁ ঘড়ি ঠিক, আপনার সাক্ষী থাকলেন বিশ্বের সবচেয়ে দ্রুততম দৌড়ের। এই ছেলেটাই এখন বিশ্বের দ্রুততম মানব। যে ২০০ মিটার দৌড় শেষ করতে নিল মাত্র ২১.৭৩ সেকেন্ড।
দৌড়ের মহারাজা উসেইন বোল্ট যেখানে ২০০ মিটার দৌড়তে সবচেয়ে কম সময় নিয়েছে নেন ২১.৮১ সেকেন্ড। ওর নাম জেমস গাললাফার ( James Gallaugher)। বাড়ি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের প্রদেশ কুইন্সল্যান্ডে। তবে এখন সে তাকে নিউ সাউথ ওয়েলশে তাকে। আজ পর্যন্ত নাকি সে সব দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে।
টুইটারে অনেকেই লিখছেন, বেশ হবে এবার জব্দে পড়বে বোল্ট। ২১.৭৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করা জেমস নাকি আরও দ্রুত দৌড়াতে পারেন। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকের ট্রায়ালে ডাকা হয়েছে ১৪ বছরের জেমসের। কে জানে বিশ্বের দ্রুততম দৌড়ের শুরুটা হয়ত আজ থেকেই হল!
First Published: Wednesday, December 11, 2013, 21:11