শরীরে ৫৩টা চামচ আটকে চুম্বক মানুষ এবার শরীর দিয়ে প্লেন চালাবেন!

শরীরে ৫৩টা চামচ আটকে চুম্বক মানুষ এবার শরীর দিয়ে প্লেন চালাবেন!

শরীরে ৫৩টা চামচ আটকে চুম্বক মানুষ এবার শরীর দিয়ে প্লেন চালাবেন!------------------------------------------------
বছরের শেষ বেলায় এসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন `চুম্বক মানুষ`। শরীরে একসঙ্গে ৫৩টা চামচ আটকে নিজের রেকর্ড নিজেই ‍ভাঙলেন চুম্বক মানুষ ইতিবার ইচেয়েভ। জর্জিয়ার কিক বক্সিং কোচ ইতিবার নিজের গায়ের পিছনে ও বুকে ৫৩টা চামচ আটকে রাখলেন। এর আগে ২০১১ সালে ৪১ বছরের ইতিবার নিজের গায়ে ৫০টা চামচ আটকে দুনিয়াকে চমকে দিয়েছিলেন।

তবে চুম্বক মানুষ এখানেই থেমে থাকতে নারাজ। গায়ে ৫৩টা চামচ ঝুলিয়ে ইতিবার বললেন, এবার আমি শরীর দিয়ে প্লেনকে এগিয়ে নিয়ে দেখাবো। তারপর কিছুদিনর মধ্যেই খালি ট্রেনও লাইন ধরে এগিয়ে নিয়ে যাব।

(ছবি-- এক চিনা সংবাদপত্রের ওয়েবসাইট মারফত।)

First Published: Sunday, December 29, 2013, 16:27


comments powered by Disqus