নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগামী মাসেই বৈঠক প্রেসিডেন্সিতে, Meeting in next month regarding recruitment

নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগামী মাসেই বৈঠক প্রেসিডেন্সিতে

নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগামী মাসেই বৈঠক প্রেসিডেন্সিতেজানুয়ারি মাস থেকেই প্রায় দুশোটিরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালযের উপাচার্য মালবিকা সরকার জানিয়েছেন, নিয়োগের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী মাসেই বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুশোটিরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য আগামী জানুয়ারি মাসেই বিজ্ঞাপন দেওয়া হবে। ইউজিসির নিয়ম মেনেই হবে নিয়োগ প্রক্রিয়া। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকার জানান বিজ্ঞপ্তি দেওয়ার আগে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বৈঠকে বসবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল। কাউন্সিলের ওই বৈঠকেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের ভবিষ্যত্ নিয়েও আলোচনা হবে। বর্তমান শিক্ষকদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করা হবে।

First Published: Tuesday, November 29, 2011, 21:45


comments powered by Disqus