Last Updated: January 21, 2012 14:05

জন্মের সময় এক হাতের তালুর সমান আয়তন ছিল! ওজন ছিল, মাত্র ২৬৯ গ্রাম!
মেলেন্ডা স্টার গুইদো, নামটা যতই ভারী হোক, মানুষটি আসলে বিশ্বের অন্যতম ক্ষুদ্র শিশু। গত বছরের ৩০ অগাস্ট জন্ম হয় মেলেন্ডার। তারপর টানা ৫ মাস আমেরিকার লস অ্যাঞ্জেলসের `কান্ট্রি ইউএসসি মেডিক্যাল সেন্টার`ই ঠিকানা ছিল তার। তবে চিকিত্সকদের এত দিনের যত্নের ফল মিলেছে। ৫ মাসের মেলেন্ডার ওজন এখন ২ কেজির সামান্য বেশি। চিকিত্সকরা আশাবাদী আর পাঁচটা শিশুর মত সুস্থ স্বাভাবিক ভাবেই বেড়ে উঠবে সে। চিকিত্সকদের ছাড়পত্র মেলায় শুক্রবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে মেলেন্ডা।
First Published: Saturday, January 21, 2012, 14:05