Last Updated: July 28, 2012 18:09

অলিম্পিকে তিরন্দাজিতে বড় ধাক্কা খেল ভারত। জাপানের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ভারতীয় পুরুষ তিরন্দাজ দল। এদিন জাপানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেন রাহুল ব্যানার্জি, জয়ন্ত তালুকদাররা। ম্যাচে উভয় দলই দুশো চোদ্দ পয়েন্ট সংগ্রহ করে। শেষ পর্যন্ত টাইব্রেকে অবশ্য হার মানেন রাহুলরা। প্রথম থেকেই এগিয়ে ছিল ভারতীয় তিরন্দাজি দল। কিন্তু শেষের দিকে বাজিমাত করে জাপানি তিরন্দাজি দল। এবার মহিলা তিরন্দাজি দল প্রি-কোয়ার্টার ফাইনালের গন্ডি পার করতে পারে কিনা তাই দেখার।
First Published: Saturday, July 28, 2012, 18:09