মেন্ডিস ম্যাজিক দিয়ে শুরু হল বিশ্বকাপ

মেন্ডিস ম্যাজিক দিয়ে শুরু হল বিশ্বকাপ

মেন্ডিস ম্যাজিক দিয়ে শুরু হল বিশ্বকাপশ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হল এক বোলারের বিশ্বরেকর্ড দিয়ে। আর সেই রেকর্ড করলেন এমন একজন যার কেরিয়ারটা অনেকটা ধুমকেতুর মত। হঠাত্‍ করে দারুণভাবে শুরু করে হারিয়ে গেছিলেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।

সেই মেন্ডিসই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ৮ রান দিয়ে নিলেন ৬ উইকেট। টি টোয়েন্টিতে এটাই কোনও বোলারের সেরা পারফরম্যান্স। মেন্ডিসের বলের হদিশই পাননি জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা।

মেন্ডিস ছাড়া অবশ্য টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটা বড়ই ম্যাড়ম্যাড়ে হল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ১৮২। আট মাস পর ক্রিকেট খেলতে নামা জিম্বাবোয়ে শেষ ১০০ রানেই।

First Published: Wednesday, September 19, 2012, 18:17


comments powered by Disqus