উচ্চমাধ্যমিকে ফিরছে মেধাতালিকা, Merit List back in Higher Secondary

উচ্চমাধ্যমিকে ফিরছে মেধাতালিকা

উচ্চমাধ্যমিকে ফিরছে মেধাতালিকামুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ইচ্ছানুসারে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেধাতালিকা ফিরতে চলেছে। ৩১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার শিক্ষা দফতর বিভিন্ন নিয়ামক সংস্থাকে আগামী বছর থেকে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিচ্ছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এবার থেকে মার্কশিটে মোট নম্বর দেওয়ারও নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবছর থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মেধা তালিকা তৈরি করে দুই বোর্ড। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা আগে ফাঁস হয়ে যাওয়া নিয়ে বিতর্কের ঝড় ওঠে গোটা রাজ্যে।





First Published: Tuesday, December 27, 2011, 21:33


comments powered by Disqus