Last Updated: December 25, 2011 00:09

আজ থেকে দু`হাজার এগারো বছর আগে এমনই দিনে দৈব নির্দেশে তিন জন ম্যাজাই রওনা হয়েছিলেন বেথলেহেমের পথে। তাঁরা জেনেছিলেন এক দেবশিশুর আবির্ভাবের কথা। আজ তাঁর জন্মদিন। আরও একটা আনন্দের দিন। শান্তি আর সঙ্কল্পের দিন। নিজের রক্ত ঝরিয়ে যে শান্তি আর সংহতির বার্তা দিয়েছিলেন যিশু, ত্যাগের সেই মর্মরমূর্তি স্মরণ করেই আজ আমাদের আনন্দ-বিনোদন। অশান্ত সময়ে আরও একবার নতুন প্রত্যয় আর অঙ্গীকার করার দিন।
আজ বড়দিন।
নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে এই ব্যাপ্ত পৃথিবীর কথা ভেবে আরও বড় করে দেখার দিন, আরও একটু বড় করে ভাবার দিন।
যিশুর জন্মদিন।
আলোর রোশনাই, কেক, পেস্ট্রি, আর স্যান্টার কাছ থেকে উপহার পাওয়ার দিন এই পঁচিশে ডিসেম্বর।
সব্বাইকে মেরি ক্রিসমাস।
First Published: Sunday, December 25, 2011, 00:09