বিশ্বসেরার বিশ্বরেকর্ডের সামনে মেসি

বিশ্বসেরার বিশ্বরেকর্ডের সামনে মেসি

বিশ্বসেরার বিশ্বরেকর্ডের সামনে মেসিমাত্র পঁচিশ বছর বয়সেই অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি। প্লাতিনি, জোহান ক্রুয়েফ, জিদান, রোনাল্ডোর মত কিংবদন্তি ফুটবলাররা যা করতে পারেননি, তা করে দেখানোর সুযোগ আর্জেন্টিনীয় সুপারস্টারের সামনে। টানা চার বার বিশ্বসেরা ফুটবলার হওয়ার দোড়গোড়ায় লিও মেসি।

গত বছর বার্সেলোনা কোনও বড় ট্রফি না জিতলেও,বিশ্বফুটবলকে চমকে দিয়েছিল মেসি ম্যাজিক। জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারের এক বছরে সর্বাধিক গোল করার রেকর্ড ভেঙে ফেলে ৯১ গোল করেছিলেন এই বিস্ময় প্রতিভা।

চ্যাম্পিয়ন্স লিগের এক মরসুমেও সর্বাধিক গোল করার নজির গড়েছিলেন বার্সেলোনার এই তারকা ফুটবলার। শুধু ক্লাবের হয়েই নয়,অধিনায়ক হিসাবে জাতীয় দলের জার্সিতেও জ্বলে উঠেছেন মেসি। বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বে গোল করে দলকে টেনেছেন তিনি। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে নিজের সেরা ফর্মে রয়েছেন মেসি। আগামীদিনে মেসিকে আটকানো আরও বড় চ্যালেঞ্জ হতে চলেছে ডিফেন্ডারদের সামনে।

তবে পুরস্কার বা বিশ্বসেরার স্বীকৃতি নয়, মেসি শুধুই গোল করে দলকে ট্রফি এনে দিতে চান। মাত্র পঁচিশেই বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি। কোথায় গিয়ে তিনি থামবেন,তা বোধহয় জানেন না কেউই। সোমবারই ঘোষণা হবে বিশ্বসেরা ফুটবলারের নাম। বিশেষজ্ঞরা বলছেন, মেসির নাম ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাতেই প্রহর শুনছেন মেসি ভক্তরা।





First Published: Sunday, January 6, 2013, 16:55


comments powered by Disqus