ভারত প্রেমে মজেছেন লিও মেসি

ভারত প্রেমে মজেছেন লিও মেসি

Tag:  India Mesi Football
ভারত প্রেমে মজেছেন লিও মেসিবিশ্ব জুড়ে তাঁর ফ্যান রয়েছেন। কিন্তু লিওনেল মেসি ভারতের ফ্যান। এখনও ভারত সফরের কথা তাঁর স্মৃতিতে নড়াচড়া করে।

অগাস্ট ২০১১ তে কলকাতা সফরে এসেছিলেন বিশ্বফুটবলের জাদুকর। মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার আঁচ পেয়েছিলেন আর্জেন্টিনায় বসেই। কলকাতায় নেমে তা উপলব্ধি করেছিলেন। বিমানবন্দরে হাজার হাজার মানুষ, শহর জুড়ে বড়বড় কাটআউট মেসিকে অবাক করেছিল। শুধু তাই নয় মেসি জানিয়েছেন কলকাতার আথিতিয়তায় তিনি অভিভুত। বিশ্বের বহু জায়গায় তিনি গিয়েছেন, কিন্তু কলকাতায় ফুটবলের প্রতি যে ভালবাসা সেটা আর কোথাও দেখেননি বলে দাবি চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের। কলকাতায় এসে ভেনেজুয়েলার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সুযোগ পেলে ভারতে আবার আসার জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানিয়েছেন এই বার্সেলোনা সুপারস্টার।

First Published: Saturday, March 15, 2014, 23:30


comments powered by Disqus