Last Updated: January 8, 2013 08:32

বিশ্বফুটবলে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মানে সম্মানিত হলেন তিনি।এই নিয়ে টানা চার বার ব্যালন ডি অর জেতার কৃতিত্ব অর্জন করলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।সোমবার রাতে জুরিখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেসির হাতে ব্যালেন ডি অর পুরস্কার তুলে দেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও ক্যানাভারো। ৪১ শতাংশ ভোট পেয়েছেন মেসি। ২৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।দশ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মেসির বার্সা সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তা।
জিদান, রোনাল্ডোকে ছাপিয়ে মেসিই হলেন বিশ্ব ফুটবলের প্রথম তারকা যিনি টানা চার বার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন। ৯১ গোল করে দুহাজার বারো শেষ করেছিলেন মেসি।চ্যাম্পিয়ন্স লিগের এক মরসুমে সর্বোচ্চ গোল করারও নজির গড়েছিলেন তিনি। তাই ব্যালন ডি অর পাওয়ার জন্য মেসিই ছিলেন যোগ্যতম ফুটবলার।
টানা চারবার বিশ্বসেরা হওয়ার পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি পঁচিশ বছরের এই কিংবদন্তি ফুটবলার। বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর তাঁর সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানান মেসি।তাঁর পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন ফুটবলের নয়া রাজপুত্র। মাত্র পঁচিশ বছরেই চারটে ব্যালন ডি অর মেসির ট্রফি ক্যাবিনেটে। ফুটবলের এই বিস্ময় প্রতিভা কোথায় গিয়ে থামবেন,তার উত্তর বোধহয় অজানা সবারই.....
এক নজরে ফুটবলের অস্কার ২০১২
First Published: Tuesday, January 8, 2013, 23:49