`মেসি ম্যাজিক` অব্যাহত

`মেসি ম্যাজিক` অব্যাহত

Tag:  messi barcelona magic
`মেসি ম্যাজিক` অব্যাহতমাত্র ২৪ বছর বয়সেই বার্সেলোনা ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হলেন লিওনেল মেসি। লা লিগার ম্যাচে গ্রানাডার বিরুদ্ধে হ্যাটট্রিক করে কিংবদন্তি সিজার রডরিগেজকে পেছনে ফেলে দিলেন আর্জেন্টিনীয় তারকা।

পাঁচের দশকে করা রডরিগেজের ২৩২ গোলের রেকর্ড ভেঙে দিলেন বিশ্বফুটবলের সেরা তারকা। মেসির হ্যাটট্রিকের সৌজন্যে লা লিগার ম্যাচে গ্রানাডাকে ৫-৩ গোলে হারাল বার্সেলোনা। মেসির ৩ গোল ছাড়া বার্সার হয়ে বাকি ২টি গোল করেন জ্যাভি হার্নান্ডেজ আর ক্রিশ্চিয়ান টেলো।

গ্রানাডার বিরুদ্ধে হ্যাটট্রিকের ফলে চলতি লা লিগায় ৩৩ গোল করা হয়ে গেল মেসির। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে পেছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এই জয়ের ফলে লিগ শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্টের পার্থক্য কমে দাঁড়াল মাত্র ৫। বুধবার রাতে অবশ্য সেই ব্যবধান বাড়াবার সুযোগ থাকছে রোনাল্ডোদের সামনে।

First Published: Wednesday, March 21, 2012, 21:12


comments powered by Disqus