Last Updated: January 12, 2013 22:19

বিশ্বসেরার বিশ্বরেকর্ড গড়ে মেসির রেকর্ড এবার বিশ্বকাপ জেতা। চার বার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েই বসে থাকতে রাজি নয় লিওনেল মেসি। পরের বছর আবারও ব্যালন ডি অর খেতাব জিততে চান তিনি। সঙ্গে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করাতে চান ফিফার বর্ষসেরা এই ফুটবলার।
২০১২ সালকে তাঁর কেরিয়ারে সফলতম বছর বলে বর্ণনা করেছেন বার্সেলোনার এই সুপারস্টার। তবে আগামী বছর একই ফর্ম ধরে রাখতে পারবেন কি না সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মেসি। ২০০৯ ম্যান ইউকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়কে তাঁর জীবনের সেরা মুহূর্ত বলে বর্ণনা করেছেন এলএম টেন।
First Published: Saturday, January 12, 2013, 22:19