Last Updated: November 5, 2012 17:52

কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আরও ৩ দিন বৃষ্টি চলবে। একথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৪ ঘণ্টা পর থেকে হুগলি, হাওড়া, বর্ধমান, ও দুই চব্বিশ পরগনায় বাড়বে বৃষ্টির পরিমাণ। নিম্নচাপ দূর্বল হয়েছে, কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই পরিস্থিতি আরও ৩ দিন চলবে হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৪ ঘণ্টা পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বাড়ারও পূর্বাভাস শুনিয়েছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতির জেরে আটকে পড়েছে উত্তুরে বাতাস। গত এক সপ্তাহে শীতের আমেজও উধাও। তবে আকাশ মেঘমুক্ত হলেই কমবে তাপমাত্রা।
গত দু`বছরের পরিসংখ্যান বলছে, স্বাভাবিক সময়ের অনেক আগেই এসে পড়েছিল শীত। এবছর পুজোর শেষ থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। তবে কী এবছরও স্বাভাবিক সময়ের আগেই শীতের দেখা মিলবে?
First Published: Monday, November 5, 2012, 17:52