দুধের দাম নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে মেট্রো ডেয়ারি

দুধের দাম নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে মেট্রো ডেয়ারি

দুধের দাম নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে মেট্রো ডেয়ারি এবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে মেট্রো ডেয়ারি কর্তৃপক্ষ। গতকালই মেট্রো ডেয়ারিকে দুধের বর্ধিত দাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এমন কোনও নির্দেশ লিখিত ভাবে তাঁরা এখনও পাননি বলেই জানিয়েছে মেট্রো ডেয়ারি কর্তৃপক্ষ। এভাবে হঠাত্‍ করে মেট্রো ডেয়ারির দুধের দাম বেড়ে যাওয়ায় মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের সমস্যা আরও বেড়েছে।

সম্প্রতি লিটার পিছু দু টাকা করে দুধের দাম বাড়িয়েছে মেট্রো ডেয়ারি। কিন্তু রাজ্য সরকার তার ঘোর বিরোধী। সরকারের তরফে মেট্রো কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, দুধের দাম বাড়ানো চলবে না। লিটারে যে দুটাকা দাম বাড়ানো হয়েছে, অবিলম্বে তাও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যদিও মেট্রো ডেয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোনও নির্দেশ লিখিত ভাবে তাঁরা এখনও পাননি। তবে লিখিত নির্দেশ হাতে পেলেও কোনওভাবেই বর্ধিত দাম প্রত্যাহারের পথে হাঁটবেন না তাঁরা।

অগ্নিমূল্য বাজারে এমনিতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। তারমধ্যে হঠাত্ দুধের দাম লিটারপিছু দুটাকা বেড়ে যাওয়ায় পকেটে টান সাধারণ মানুষের। নিজেদের অস্তিত্ব বজায় রাখতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথেই হাঁটতে চলেছে মেট্রো ডেয়ারি কর্তৃপক্ষ।

First Published: Friday, February 21, 2014, 14:37


comments powered by Disqus