Last Updated: February 17, 2014 10:21

তেলেঙ্গানা বিক্ষোভের জন্য রাজধানীর তিনটি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ সেন্ট্রাল সেক্রেটারিয়েট, উদ্যোগ ভবন এবং রেস কোর্স মেট্রো স্টেশন। রাজধানীতে মেট্রো চলবে।
কিন্তু যাত্রীরা যাতায়াত করতে পারবেন না এই তিনটি স্টেশন দিয়ে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দিল্লি পুলিসের পরামর্শেই স্টেশনগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত। এই তিনটি এলাকাতেই বেশিরভাগ মন্ত্রক এবং অফিস। বহু লোক এই তিনটি স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাই নিরাপত্তার কারণে মেট্রো স্টেশন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।
First Published: Monday, February 17, 2014, 10:21