ডিভিসির সঙ্গে বৈঠক বাতিল মুখ্যমন্ত্রীর, জল ছাড়া নিয়ে বিতর্ক থেকেই গেল

ডিভিসির সঙ্গে বৈঠক বাতিল মুখ্যমন্ত্রীর, জল ছাড়া নিয়ে বিতর্ক থেকেই গেল

ডিভিসির সঙ্গে বৈঠক বাতিল মুখ্যমন্ত্রীর, জল ছাড়া নিয়ে বিতর্ক থেকেই গেলরাজি নয় রাজ্য। তাই নবান্নয় রাজ্য সরকারের সঙ্গে ডিভিসি আধিকারিকদের বৈঠক হল না। জলছাড়া নিয়ে মতপার্থক্য দূর করতে আজ সকালে ডিভিসি আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের কথা ছিল। সেই বৈঠক বাতিল করে দেন মুখ্যমন্ত্রী। পরিবর্তে দুপুর দুটোয় সেচ সচিবের সঙ্গে ডিভিসি আধিকারিকদের বৈঠক স্থির হয়। কিন্তু, সেচ সচিবও সময় দেননি।

প্রসঙ্গত, কদিন ধরেই জল ছাড়া নিয়ে ডিভিসি ও রাজ্য সরকারের চাপান উতোর চলছে। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে তাদের সঙ্গে কথা না বলেই বারবার জল ছেড়েছে ডিভিসি। সরকারের তরফে জল ছাড়ার সময় ও পরিমানও জানিয়ে দেওয়া হয়েছে।

যদিও ডিভিসি কর্তৃপক্ষের দাবি জল ছাড়া হয়নি। এর আগেই ডিভিসির তরফে জানানো হয়, মাইথন ও পাঞ্চেত জলাধারের জল বিপদসীমার নীচে নেমে গেছে। তাই আজ আর নতুন করে জল ছাড়া হবে না। তবে গতকাল মাইথন থেকে বারো হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়।

রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে বলে নিজেদের বক্তব্যে অনড় ডিভিসি কর্তৃপক্ষ। জল নিয়ে সমস্ত নথি নিয়ে আজ নবান্ন ভবনে সরকারের সঙ্গে বৈঠকে পেশ করার কথা ছিল ডিভিসির আধিকারিকদের।





First Published: Monday, October 21, 2013, 14:05


comments powered by Disqus