Last Updated: May 19, 2014 23:21

কোথায় গেল মালয়েশিয়ার নিখোঁজ বিমান M H-370? কী হল বোয়িং বিমানে নিশ্চিন্তে উঠে বসা ২৩৯ জন যাত্রীর? নিখোঁজ বিমান নিয়ে হাড় হিম করা তথ্য উঠে এসেছে নাইজেল কাওথ্রোনের বই ফ্লাইট M H-370 দ্য মিস্ট্রি বইয়ে। লেখকের দাবি, মার্কিন থাই যৌথ সেনা মহরায় গুলি করে নামানো হয়েছিল বিমানটিকে। তিন মাসের উপর কেটে গিয়েছে সময় কিন্তু খোঁজ মেলেনি মালয়েশিয়ার বিমান M H 370-য়ের। অত্যাধুনিক পদ্ধতিতে লাগাতার খোঁজ চালিয়েও মেলেনি হদিস। কোথায় গায়েব হল বিমানটি?
উঠে এসেছে নাশকতার ছক থেকে যান্ত্রিক গোলযোগ এমন অনেক সম্ভাবনার কথাই। তবে এবার বিমান উধাও নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অ্যাংলো- আমেরিকান লেখক নাইজেল কাওথ্রোন। তাঁর দাবি, গুলি করে নামানো হয়ছিল বেজিংগামী বিমানটিকে বিমানটিকে। তবে সন্ত্রাসবাদীরা নয়, বিমানটিকে গুলিকরে নামিয়েছিল সেনা। নাইজেল তাঁর বই ফ্লাইট M H দ্য মিস্ট্রিতে এমনই ভয়ানক অভিযোগ করেছেন।
সেই সময় দক্ষিণ চিন সাগরে যৌথ মহরা দিচ্ছিল থাই ল্যান্ড ও আমেরিকা। সেই মহড়া থেকে ছুটে আসা গুলিতেই অতলে হারিয়ে গিয়েছিল দুইশ উনচল্লিশজন যাত্রীর জীবন। নিজের দাবির সপক্ষে এক সাক্ষীর কথাও বইতে উল্লেখ করেছেন লেখক। নিউজিল্যান্ডের এক অয়েল রিং কর্মী মাইক ম্যাককি লেখকে জানিয়েছেন তিনি জ্বলন্ত একটি প্লেনকে ডুবে যেতে দেখেছিলেন। লেখকের দাবি, ভুলবশতই গুলি চলে গিয়েছিল মহড়ারত কোনও সেনার হাত থেকে। বইয়ে লেখকের আরও দাবি , সত্যি ধামাচাপা দিতে সমুদ্রের তলিয়ে যাওয়া ব্ল্যাকবক্সটিও বদল করে দিয়েছে সেনা।
তবে এই বইয়ে উঠে আসা তথ্যের তীব্র বিরোধিতা করেছেন নিখোঁজ বিমানের যান্ত্রীদের পরিবারগুলি। তাঁদের অভিযোগ, এভাবে নিশ্চিত তথ্য প্রমাণ হাতে না পেয়ে কীভাবে এই দাবি করলেন লেখক। নিখোঁজ বিমান নিয়ে বইয়ের পাশাপাশি তৈরি হয়েছে সিনেমাও। দশ সপ্তাহের বেশি সময় কেটে গিয়েছে, বারবার দক্ষিণ ভারত সাগরে সন্ধান চালিয়ে হদিশ মেলেনি বিমানের। এখনও অপেক্ষায় রয়েছেন নিখোঁজ যাত্রী, বিমান কর্মীদের পরিবার।
First Published: Monday, May 19, 2014, 23:21