Last Updated: October 1, 2013 16:27

ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের আগে কাঁধের চোটের কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। মাইকেল ক্লার্কের বদলে একদিনের সিরিজের জন্য ভারত সফরে আসছেন কালাম ফার্গুসন।
ক্লার্কের পরিবর্তে ওয়ানডে ও টি টিয়োন্টি সিরিজে অসি দলকে নেতৃত্ব দেবেন জর্জ বেইলি। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্র্যাড হাডি়ন। ২৩২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লার্কের অভাব পরিষ্কার ধরা পড়ছে। ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার ঘোষিত দলে তারকা ক্রিকেটার বলতে একমাত্র শেন ওয়াটসন।
দল দেখেই বোঝা যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে হলে ক্যাঙারুর দেশের তরুণ ক্রিকেটারদের অভাবনীয় কিছু করতে হবে। আগামী ১০ অক্টোবর টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ভারত সফর। সাত ম্যাচের একদিনের সিরিজ শুরু ১৩ অক্টোবর (পুণে) থেকে)।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল-- জর্জ বেইলি, নাথান কোলটার নিলে, জাভিয়ার দোহার্তি, জেমস ফকনার, কালাম ফার্গুসন, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন, মোসেস হেনরিকস, ফিল হিউজ, মিচেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লায়েন্টড ম্যাকাই, অ্যাডাম ভোগেস, শেন ওয়াটসন।
অস্ট্রেলিয়ার টি২০ দল--জর্জ বেইলি, নাথান কোলটার নিলে, জাভিয়ার দোহার্তি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন, মোসেস হেনরিকস, নিক মাডিনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লায়েন্ট ম্যাকাই, অ্যাডাম ভোজেস, শেন ওয়াটসন
First Published: Tuesday, October 1, 2013, 16:36