Michael Jackson dance at high school talent show

ওয়েব দুনিয়া বাকরুদ্ধ `ছোট্ট মাইকেল জ্যাকসনে`র মুন ওয়াকে

ওয়েব দুনিয়া বাকরুদ্ধ `ছোট্ট মাইকেল জ্যাকসনে`র মুন ওয়াকেনাম তার মাইকেল জ্যাকসন নয়। জ্যাকসনের মতো নিখুঁত মুন ওয়াকে হয়ত তার পা পড়েনি। তবে মাইকেল জ্যাকসনের নাচে পা মিলিয়ে কয়েক মিনিটের মধ্যে সবার মন কেড়ে নেয় ক্যালিফোর্নিয়ার পিটম্যান হাইস্কুলে এক ছাত্র। প্রতিভাবান কিছু ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছিল `ট্যালেন্ট-হান্ট` প্রতিযোগিতা। অনেক ছাত্র ছাত্রী নাচে গানে পরীক্ষককে মুগ্ধ করেছিল। কিন্তু শেষ প্রতিযোগীর অনবদ্য নাচে-গানে বাকরুদ্ধ হয়ে যায় স্কুলের টাউন হল। এই নাচের পর প্রতিযোগিতায় প্রথম স্থানের নাম ঘোষণার অপেক্ষায় রাখেননি পরীক্ষকরা।

(ভিডিও ১.১১ সেকেন্ড পর দেখুন ছোট্ট মাইকেলকে)




First Published: Friday, May 23, 2014, 16:23


comments powered by Disqus