অলৌকিক ছাড়া শ্যুমাখারের বাঁচা কঠিন

অলৌকিক ছাড়া শ্যুমাখারের বাঁচা কঠিন

অলৌকিক কিছু হওয়া ছাড়া মাইকেল শ্যুমাখারের বাঁচা কঠিন। ইউরোপের সেরা মস্তিষ্ক বিশেষজ্ঞরা নাকি এমনটাই জানিয়েছেন কিংবদন্তি ফর্মুলা ওযান ড্রাইভারের স্ত্রী আর ভাইকে। ফ্রান্সে স্কি করতে গিয়ে মাথায় মারাত্মক চোট পান শুমাখার।

গত বছরের ২৯ ডিসেম্বর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন তিনি। ব্রিটেনের একটি সংবাদপত্রের খবর অনুযায়ী শুমাখারের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ইউরোপের সেরা মস্তিষ্ক বিশেষজ্ঞদের সঙ্গে। তাদের পক্ষ থেকেই জানানো হয়েছে যে কিংবদন্তি ফর্মুলা ওয়ান ড্রাইভারের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। এখন অলৌকিক কিছুর হওয়ার আশায় শুমাখারের পরিবার আর তাঁর অগণিত ভক্ত।

First Published: Sunday, March 9, 2014, 23:19


comments powered by Disqus