ফর্মুলা ওয়ানকে পাকাপাকিভাবে আলবিদা কিংবদন্তির

ফর্মুলা ওয়ানকে পাকাপাকিভাবে আলবিদা কিংবদন্তির

ফর্মুলা ওয়ানকে পাকাপাকিভাবে আলবিদা কিংবদন্তিরআরও একবার ফর্মুলা ওয়ান থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন কিংবদন্তি এফ ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। তবে আগেরবারের মত এবার আর অবসর কাটিয়ে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই বলে শুমাখার। জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুমাখার জানান চলতি বছরের শেষ দিকে পাকাপাকিভাবে অবসর নিতে চলেছেন তিনি। এই সিদ্ধান্ত নেওয়ার পর স্বস্তি অনুভব করছেন বলে জানিয়েছেন সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন।

চলতি বছরের বাকি রেসগুলো তিনি উপভোগ করতে চান বলে জানিয়েছেন শুমাখার। বেশ কয়েক বছর ধরেই ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন তিনি। এর আগে দুহাজার ছয় সালে তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অবশ্য অবসর ভেঙে আবার রেসের ট্র্যাকে ফিরেছিলেন। 





First Published: Thursday, October 4, 2012, 21:18


comments powered by Disqus