Last Updated: April 5, 2012 12:46

টাইম ম্যাগাজিন তাদের প্রভাবশালী ১০০ স্টাইল আইকনদের লিস্টে জায়গা দিল মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে। লিস্টে আরও আছেন গায়িকা লেডি গাগা এবং অভিনেত্রী মেরি কেট।
টু-পিস সাঁতারের পোষাকের উদ্ভাবক জ্যাক হাইম এবং লুই রিড-ও জায়গা করে নিয়েছেন এই লিস্টে, কিন্তু বিস্ময়করভাবে স্কিন-টাইট জিন্সের উদ্ভাবক রযাফ সাইমন্স এবং ক্রিস বেইলি বাদ পড়েছেন।
লিস্টের প্রথম স্থান অধিকার করেছেন আর্মানি, দ্বিতীয় স্থানে পিয়েরে কার্দাঁ।
অন্যান্য উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন নাওমি ক্যাম্পবেল, বিটল্স, প্রিন্সেস ডায়ানা, ম্যাডোনা, কেলভিন ক্লেইন এবং মাইকেল জ্যাকসন।
First Published: Thursday, April 5, 2012, 12:46