Last Updated: April 23, 2014 13:35

"জীবন চাইছে আরও বেশি আরও বেশি কিছু"। সত্যি প্রতিদিন নতুনত্বের ছোঁয়া। কখনও স্যামসং, কখনও নোকিয়া কখনো মাইক্রোম্যাক্স। মাইক্রোম্যাক্স নিয়ে এল ক্যানভাস ডুডল থ্রি।
যত বড় দাম নয় তত বড় মুখ। অর্থাত ছয় ইঞ্চি স্ক্রিন বাজারে যার দর মাত্র ৮,৫০০ টাকা। ২৫ এপ্রিল থেকে পেতে পারেন আপনার হাতের মুঠোয়। যদিও খুব একটা দেখাশুনায় নতুনত্ব নেই কিন্তু কম বাজেটে পাবেন বড় পর্দা। প্রাণ ভরিয়ে তৃষ্ণা হারিয়ে ভিডিও দেখুন।
এক নজরে দেখে নিন এতে আছেটা কি::
** ডুডল টু তে স্ক্রিনের সাইজ ছিল ৫.৭ ইঞ্চি কিন্তু থ্রিতে রয়েছে ৬ ইঞ্চি FWVGA ডিসপ্লে।
** Android 4.2.2 Jelly Bean
** 1.3GHz dual-core processor coupled with 512MB RAM
**2500mAh battery (৯ ঘণ্টা কথা বলতে পারেন)
** 5-megapixel rear camera with flash and a 0.3-megapixel
** Bluetooth, Wi-Fi, Bluetooth and GPS,
** 4GB onboard storage is expandable up to 32GB via microSD card slot.
First Published: Wednesday, April 23, 2014, 13:41