Last Updated: January 1, 2014 21:51

মাইক্রোসফট ওয়ার্ডের স্টাইলে আসামী ভাষার ওয়ার্ড প্রসেসর তৈরি করলেন আসামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রসেসরের সঙ্গে রয়েছে স্পেল চেকারও। প্রসেসরের নাম জাহ্নবী।
সংগঠনের এক সদস্য মৃদুল কুমার শর্মা জানালেন, ২৫ নভেম্বর জাহ্নবী.ওরগ ওয়েবসাইট এর মধ্যেই ৬০,০০০ জন লাইক করেছেন। ফ্রি সফটওয়ারটি ডাউনলোড করেছেন ১,০০০ জন। সাত মেগাবাইটের ইউনিকোড সপটওয়্যারে রয়েছে ২.৫ লক্ষ আসামী শব্দ ও ১০৮টি আসামী phrase। রয়েছে আসামী সংখ্যাও। ডটনেট প্ল্যাটফর্ম ও সি# ল্যাঙ্গোয়েজ কাউন্টিং-এর ওপর ১৫,০০০ লাইনের কোড তৈরি করতে প্রায় ২৫ দিন সময় লেগেছে বলে জানালেন জাহ্নবীর একমাত্র প্রোগ্রামার উত্পল ফুকন।
সফওয়ারে রয়েছে অটোমেটিক ওয়ার্ড সাজেশন, ৬০০ আসামী বাকধারা, ইউজারের ডিকশনরিতে নতুন শব্দ যোগ করার অপশনও। ২৫ থেকে ৪২ বছর বয়সী জাহ্নবীর বাস্তব রূপকারদের মধ্যে কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ ইঞ্জিনিয়র, কেউ আধিকারিক, কেউ বা ছাত্র।
First Published: Wednesday, January 1, 2014, 21:51