Last Updated: September 3, 2013 15:00

নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনতে চলেছে মাইক্রোসফট। মঙ্গলবার মাইক্রোসফট কর্পের তরফে ঘোষনা করা হয়, ৫.৪৪ বিলিয়ন ইউরোয় নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনতে চলেছে মাইক্রোসফট।
কিছুদিন ধরেই অ্যাপল আর স্যামসাংয়ের সঙ্গে বাজারে টিকে থাকতে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছিল নোকিয়াকে। শোনা যাচ্ছে ২০১৪ সালের শুরুর দিকেই ডিল চূড়ান্ত করে ফেলবে মাইক্রোসফট। ২০১১ সালে মাইক্রোসফটের সঙ্গে পার্টনাশিপে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করতে শুরু করে নোকিয়া।
মাইক্রোসফটের এই পদক্ষেপকে দুটি সংস্থার জন্যই লাভজলক বলে ব্যাখ্যা করেছেন মাইক্রোসফটের সিইও স্টিভ বালমার।
First Published: Tuesday, September 3, 2013, 15:00