Last Updated: August 30, 2012 12:23

নিরামিষ আহার এবং অতিরিক্তি সৌন্দর্য সচেতনতাই গুজরাটের মহিলাদের অপুষ্টির কারণ। নিজের রাজ্যের মহিলাদের অপুষ্টিতে ভোগার কারণকে এভাবেই ব্যাখ্যা করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওয়াল স্ট্রীট জার্নালকে দেওয়া এক সাক্ষাত্কারে মোদী জানান, "প্রথমত, গুজরাটের অধিবাসীরা মূলত নিরামিশাষী। দ্বিতীয়ত, গুজরাট আর্থিক দিকে থেকে একটি মধ্যবিত্ত রাজ্য। মধ্যবিত্তদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার থেকে সৌন্দর্য সচেতনতা অনেক বেশি প্রখর। অল্পবয়সী মেয়েদের মায়েরা যদি তাঁদের প্রতিদিন দুধ খেতে বলেন তাহলেই মা-মেয়ের ঝগড়া বেধে যায়। নতুন প্রজন্মের মহিলাদের ধারণা দুধ খেলেই মোট হয়ে যাবেন তাঁরা"।

সাম্প্রতিক কালের বেশ কিছু পরিসংখ্যান অনুযায়ী গুজরাটের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, গ্রামীণ সম্প্রদায় এবং সার্বিক ভাবে মহিলাদের মধ্য অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হওয়ার হার সত্যিই উদ্বেগজনক। তবে রাজ্যের অপুষ্টি মোকাবিলায় বড়সড় সচেতনতার প্রয়োজন আছে বলেও এদিন স্বীকার করে নেন মোদী। খুব তাড়াতাড়ি তাঁর সরকার অপুষ্টি মোকাবিলায় নতুন মডেল আনছে বলেও সাক্ষাত্কারে জানান তিনি। সেইসঙ্গেই গুজরাটের আর্থিক উন্নতি এবং পর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি।
গত জুলাই মাসে গ্রিড বসে যাওয়ার ফলে অর্ধেক ভারতের ব্যাপক বিদ্যুত্ বিভ্রাট নিয়ে কেন্দ্রের সমালোচনা করতেও ভোলননি তিনি। বিদ্যুত্ ক্ষেত্রে সঙ্কট মোকাবিলায় কেন্দ্রের গুজরাটের থেকে শিক্ষা নেওয়া উচিত্ বলেও এদিন মন্তব্য করেন মোদী।
First Published: Thursday, August 30, 2012, 12:30