MiG-21 Crashes in Jammu and Kashmir, Pilot Dead

জম্মু কাশ্মীরে মিগ বিমান দুর্ঘটনা, নিহত পাইলট

জাম্মু কাশ্মীরে দুর্ঘটনাগ্রস্থ মিগ বিমান। মৃত্যু হয়েছে পাইলটের। কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভারতীয় বায়ু সেনার মিগ-২১ বিমানটি ভেঙে পড়ে।

প্রাক্টিস উড়ানের সময় দুর্ঘটনাটি ঘটে বলে খবর। বাজদেহারার একটি খোলা মাঠে বিমানটি ভেঙে পড়েছে। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, শ্রীনগর থেকে ঘটনাস্থলের দুরত্ব ৪৫ কিলোমিটার।

দুর্ঘটনায় মৃত বিমান চালকের নাম রাঘু বংশি। আজ সকালে শ্রীনগরে টেকনিকাল বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মিগ ২১ বিমানটি। বায়ুসেনার আধিকারিকদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এ প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করেছেন, "মিগ বিমান দুর্ঘটনায় মৃত পাইলটের পরিবার পরিজনের প্রতি গভীর ভাবে শোকাহত।"

First Published: Tuesday, May 27, 2014, 14:23


comments powered by Disqus