ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতবিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল ঘিরে প্রবল রাজনৈতিক আলোড়নের মধ্যেই ভূমিকম্পের অভিঘাতে কেঁপে উঠল উত্তর ভারত। রাজধানী দিল্লি-সহ উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের বিস্তীর্ণ অংশে এই ভূমিকম্পের আঁচ লেগেছে। তবে সামান্য ক্ষয়ক্ষতি হলেও মাঝারি শক্তির এই ভূকম্পে প্রাণহানির কোনও খবর মেলেনি।

সোমবার দুপুর ১টা ১০ মিনিটে দিল্লিতে ভূকম্প অনুভূত হয়। মার্কিন মুলুকের ভূতাত্ত্বিক সংস্থার দাবি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল, ৫.২। যদিও সরকারিভাবে ভূকম্পনের মাত্রা ৪.৯ রিখটার বলে জানান হয়েছে। কম্পন অনুভূত হয় পশ্চিম উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁও, ফরিদাবাদ, বাগপত এবং পাঞ্জাব, রাজস্থান ও হরিয়ানার বিস্তীর্ণ এলাকাজুড়ে। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার বাহাদুরগড়।

First Published: Monday, March 5, 2012, 15:01


comments powered by Disqus