ফের হামলা শ্রীনগরে, আহত ৩ বিএসএফ জওয়ান

ফের হামলা শ্রীনগরে, আহত ৩ বিএসএফ জওয়ান

ফের হামলা শ্রীনগরে, আহত ৩ বিএসএফ জওয়ানজম্মু-কাশ্মীরে ফের হামলার শিকার হল ভারতীয় সেনা। শ্রীনগরের গুলশন নগরে বিএসএফের একটি কনভয়ের উপর আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এই হামলা হয়। প্রাথমিক ভাবে এটিকে জঙ্গি হামলা বলেই অনুমান করা হচ্ছে। হামলায় তিন বিএসএফ জওয়ান আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চলতি মাসের ১৩ তারিখ শ্রীনগরের একটি সিআরপিএফ ক্যাম্পে পাকিস্তানি জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ান নিহত হয়েছিলেন। আজকের হামলার ঘটনাস্থল ওই সিআরপিএফ ক্যাম্পের থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে।

First Published: Thursday, March 21, 2013, 10:52


comments powered by Disqus