Last Updated: September 28, 2013 14:17

ফের জঙ্গি হানা জম্মু-কাশ্মীরে। এবার নিশানায় নিরাপত্তারক্ষীদের কনভয়। শ্রীনগরের কাছে হায়দরপুরায় সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোঁড়ে জঙ্গিরা। ঘটনায় এখনও পর্যন্ত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।
এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাসি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুটারে করে এসেছিল জঙ্গিরা। হাই সিকিওরিটি এলাকা বলে পরিচিত হায়দরপোরা এলাকা।
First Published: Saturday, September 28, 2013, 14:18