Military plane crashes in eastern Algeria, 103 dead: report

আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় ১০৩ জনের মৃত্যুর আশঙ্কা

আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় ১০৩ জনের মৃত্যুর আশঙ্কা পূর্ব আলজেরিয়ায় ভেঙে পড়ল মিলিটারির বিমান। দুর্ঘটনায় ১০৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে খবর পাওয়া গিয়েছে। তবে ঘটনার সত্যতা স্বীকার করেনি প্রশাসন।

বলা হয়েছে, ওয়ুম এলি বোয়াঘির কাছে বিমানটি ভেঙ্গে পড়েছে।

(প্রাথমিক খবর অনুযায়ী)

First Published: Tuesday, February 11, 2014, 19:07


comments powered by Disqus