Last Updated: April 21, 2012 15:42

দুধ সরবরাহকারী বেসরকারি সংস্থার ধার্য করা দামের প্রতিবাদ জানিয়ে শনিবার অনশন করছেন দুধ বিক্রেতারা। এদিন দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। দুধ উত্পাদনকারীদের অভিযোগ, বাজারে গত ছ-বছরে দুধের দাম প্রায় দ্বিগুণ হলেও, তারা দাবি অনুযায়ী দাম পাচ্ছেন না। তাদের প্রতিবাদ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি দিল্লি পুলিস।
পুলিস প্রশাসনের বক্তব্য, যন্তরমন্তরে একসঙ্গে ২০ হাজার মানুষের অনশন কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে শনিবার থেকে অনশন শুরু করেছেন দুধ উত্পাদনকারী কৃষকেরা। গত বুধবারই নিজেদের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাঁরা। আগামী বুধবার সংসদ অভিযানেরও হুমকি দিয়েছেন দুধ উত্পাদনকারী কৃষকেরা।
First Published: Saturday, April 21, 2012, 15:42