Last Updated: May 30, 2014 20:49
দুধ ব্যবসায়ী খুনের প্রতিবাদে দিনভর উত্তপ্ত রইল ফুলবাগান। দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন বাসিন্দারা। এই ঘটনায় আজ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। সকালে ফুলবাগান এলাকা থেকেই অভিযুক্ত জয়দেব জানাকে গ্রেফতার করা হয়। খুনে ব্যবহৃত পিস্তলও উদ্ধার হয়েছে। ছাবিবশে মে ফুলবাগান এলাকার দুধ ব্যবসায়ী সত্যেন্দ্র রায়ের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। জয়দেব জানা, উত্তম রায় ও বিশ্বজিত্ কুণ্ডু নামে তিনজনের নামে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। বিশ্বজিত্ কুণ্ডু, উত্তম রায় গ্রেফতার হলেও অধরা ছিল জয়দেব জানা। ফুলবাগান এলাকা থেকে শুক্রবার তাকেও গ্রেফতার করেছে পুলিস। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। শুক্রবার ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা।
বিক্ষোভ হটাতে পুলিস মহিলাদের উপর লাঠি চালায় বলে অভিযোগ।
লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিস।
First Published: Friday, May 30, 2014, 20:49