ভাড়া না বাড়ালে আন্দোলন, Minibus fair

ভাড়া না বাড়ালে আন্দোলন

ভাড়া না বাড়ালে আন্দোলনসরকার ভাড়া না বাড়ালে আন্দোলনে যাওয়ার কথা জানাল মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি। ফের ডিজেলের দাম বাড়ার আশঙ্কায় আজ পরিবহণ মন্ত্রী সুব্রত বক্সির সঙ্গে দেখা করেন বাস মালিকরা। ছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেট, মেট্রোপলিটন বাস সিন্ডিকেট ও মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটির প্রতিনিধিরা। ভাড়া বাড়ানোর দাবি ছাড়াও খুচরো পয়সার সমস্যা ও পুলিসি জুলুমের অভিযোগে মন্ত্রীর কাছে সরব হন তাঁরা। যদিও, সরকার এখনই বাসভাড়া বাড়াবে না বলে জানিয়ে দিয়েছেন পরিবহণ মন্ত্রী।   

First Published: Thursday, November 3, 2011, 23:11


comments powered by Disqus