Last Updated: October 25, 2011 17:28

সংগঠিত অসংগঠিত মিলিয়ে ৩১ ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরি বেধে দিল রাজ্যের শ্রম দফতর। মঙ্গলবার মহাকরণে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। নয়া মজুরি আইনে শ্রমিকদের চার ভাগে ভাগ করা হয়েছে। অদক্ষ, অল্প দক্ষ, দক্ষ এবং অতি দক্ষ। দক্ষতা অনুযায়ী স্থির হয়েছে দৈনিক তথা মাসিক ন্যুনতম মজুরির পরিমাণ। কলকাতা ও শহরতলীতে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি স্থির করা হয়েছে চার হাজার দুশো আঠেরো টাকা। রাজ্যের অন্যত্র এই মজুরি তিন হাজার সাতশ বাষট্টি টাকা। দক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি স্থির হয়েছে পাঁচ হাজার একশ চার টাকা। অতি দক্ষ শ্রমিদের পাঁচ হাজার ছশো চোদ্দ টাকা। অল্প দক্ষ শ্রমিকদের মাসিক মজুরি চার হাজার ছশো চল্লিশ টাকা। শ্রমমন্ত্রী জানিয়েছেন প্রাথমিকভাবে ৫৪টি ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছিল। তারমধ্যে দশটি ক্ষেত্রের মালিকরা সরকারের বেঁধে দেওয়া মজুরি মানতে না চাওয়ায় বিষয়টি বিচারাধীন রয়েছে। অন্য দিকে প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু জানিয়েছেন বাম সরকারের আমলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় তা কার্যকর করা যায়নি। নতুন সরকার এসে তা শুধু কার্যকর করল।
First Published: Tuesday, October 25, 2011, 17:28