দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীর ইস্তফা গ্রহণ করলেন না গৌড়া

দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীর ইস্তফা গ্রহণ করলেন না গৌড়া

দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীর ইস্তফা গ্রহণ করলেন না গৌড়ানিয়ম বহির্ভূতভাবে সরকারি জমি বিলির অভিযোগ ওঠায় ইস্তফা দিলেন কর্নাটকের নগরোন্নয়ন, পরিষদীয় ও আইনমন্ত্রী এস সুরেশকুমার। শনিবার মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়ার কাছে নিজের ইস্তফাপত্র পেশ করেন তিনি। পরে মিডিয়ার মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি`র এই প্রথম সারির নেতা জানান, নৈতিক কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য এর কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী সচিবালয়ের পক্ষ থেকে জানান হয়, সুরেশকুমারের ইস্তফা গ্রহণ করেননি তিনি। প্রসঙ্গত পূর্বতন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার জমানায়, মুখ্যমন্ত্রীর কোটায় নামমাত্র মূল্যে বেঙ্গালুরু উন্নয়ন পর্ষদের মালিকানাধীন ৪০০০ বর্গফুট আবাসিক জমি পান সুরেশকুমার। যদিও তাঁর স্ত্রী ও কন্যার নামে দু`টি পৃথক বাড়ি ছিল। সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পর বিরোধী দল কংগ্রেস এবং জনতা দল(সেকুলার)-এর তরফে সুরেশকুমারের পদত্যাগ দাবি করা হয়।

First Published: Saturday, June 23, 2012, 16:58


comments powered by Disqus