Last Updated: January 5, 2014 21:05

--------------------------------------------------------------------------------------
আগামী ২০ জানুয়ারি শিলিগুড়িতে মিনি সেক্রেটারিয়েটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাড়ির দাদগ্রামে মিনি সেক্রেটারিয়েটের ভবন গড়া হচ্ছে। কাজ চলছে জোরকদমে।
আজ নতুন ভবন পরিদর্শনে আসেন উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান নির্বাচনের আগে মিনি সেক্রেটারিয়েটের প্রতিশ্রূতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত নভেম্বর থেকে কাজ শুরু হয়ে, প্রায় একবছরের মধ্যেই ১ লক্ষ ৪০ বর্গফুটের নতুন ভবন গড়া হয়েছে। মিনি সেক্রেটারিয়টে প্রায় ৫০০ জন সচিব ক্রমের আধিকারিকের অফিস হবে।
First Published: Sunday, January 5, 2014, 21:05