Last Updated: December 18, 2013 17:25
রাজভবন, বিধানসভা থেকে আকাশবানী ভবন। ওয়াকফ বোর্ডের এই সম্পত্তির ভাড়া আদায়ের দাবিতে এবার আন্দোলনে নামছে সংখ্যালঘু সংগঠনের নেতারা। তাদের দাবি শুধুমাত্র কলকাতাতেই যে সম্পত্তি রয়েছে তার ভাড়া ৮০০ কোটি টাকা। সেই ভাড়া থেকেই দেওয়া হোক সব ইমামদের ভাতা।
মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণের পরেই ইমামদের জন্য ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাতাশ হাজার ইমাম মাসে আড়াই হাজার টাকা ভাতা পেতেন। কিন্তু হাইকোর্টের রায়ে ইমাম ভাতা নিয়ে কিছুটা সমস্যার মুখে রাজ্য সরকার। জানুয়ারি মাস থেকে ভাতা মিলবে কিনা কিনা তা নিয়ে চিন্তায় ইমামরাও।
বুধবার সংখ্যালঘুদের একটি কনভেনশনে সামনে এসেছে এই সমস্যার কথা। সংখ্যালঘু নেতৃত্বের দাবি ওয়াকফ বোর্ড থেকেই দেওয়া হোক ইমাম ভাতা।
কিন্তু ইমামা ভাতা দিতে রাজ্য সরকারের বছরে খরচা হয় কয়েক কোটি টাকা। ওয়াকফ বোর্ডের পক্ষে এত টাকা কী ভাবে জোগাড় করা সম্ভব। তারও সমাধান বাতলেছেন সংখ্যালঘু নেতারাই। প্রস্তাবও দিয়েছেন সংখ্যালঘু নেতারা।
First Published: Wednesday, December 18, 2013, 17:25