মানিকচককাণ্ডে কমিশনের চাপে গ্রেফতার মন্ত্রীর জামাই সোমদীপ

মানিকচককাণ্ডে কমিশনের চাপে গ্রেফতার মন্ত্রীর জামাই সোমদীপ

মানিকচককাণ্ডে কমিশনের চাপে গ্রেফতার মন্ত্রীর জামাই সোমদীপকমিশনের নির্দেশের পরেই মালদায় কমিশনের কর্মীদের মারধরে অভিযুক্ত মন্ত্রীর জামাইকে গ্রেফতার করা হল। গ্রেফতার হলেন সাবিত্রী মিত্রর জামাই টিঙ্কু সরকার ( সোমদীপ সরকার)।

ঘটনায় গ্রেফতার হয়েছেন স্থানীয় দুই তৃণমূল নেতা মুকুলেশ্বর রহমান ও মতিউর রহমান। কমিশনের কর্মীদের মারধরের ঘটনায় এফআইআরে যাদের নাম রয়েছে তাদের আজ বিকেল পাঁচটার মধ্যে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছিল কমিশন। সেইসঙ্গে রাজ্য পুলিসের ডিজিকে রিপোর্ট দিতে বলে কমিশন।

প্রসঙ্গত, গতকাল মালদার মানিকচকে তৃণমূল প্রার্থীর উপস্থিতিতেই আক্রান্ত নির্বাচন কমিশনের অফিসার-কর্মীরা।

সরকারি এলাকা থেকে মুখ্যমন্ত্রীর ছবি সব হোর্ডিং সরিয়ে দেওয়ায় হাবরার বিডিও-কে হুমকি দিয়ে এসেছিলেন তৃণমূল বিধায়ক ধীমান রায়। মুখ্যমন্ত্রী ছিলেন বিধায়কের পাশেই।

নিয়ম মেনে হোর্ডিং সরিয়ে দেওয়ায় হাওড়াতেও আক্রান্ত হন কমিশনের কর্মীরা। সেটা পয়লা এপ্রিলের ঘটনা। কমিশন একজন জেলাশাসক, দুজন অতিরিক্ত জেলাশাসক আর পাঁচ জন পুলিস সুপারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।

যত গর্জালেন তত অবশ্য বর্ষালেন না। পরের দিনই সংবিধান আর আইন মেনে মাথা নত করতে হল মুখ্যমন্ত্রীকে। কিন্তু বুধবারও নির্বাচন কমিশনকে সরাসরি বদলার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী। ঠিক তার পরের দিনই মানিকচকে প্রার্থীর উপস্থিতিতেই আক্রান্ত হলেন কমিশনের অফিসার ও কর্মীরা।

First Published: Friday, April 11, 2014, 17:53


comments powered by Disqus