Last Updated: March 25, 2013 11:22

ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ হলেন চণ্ডিগড়ের নভনিত কৌর। প্রথম রানার আপ হয়েছেন সবিতা ধুলিপালা। দ্বিতীয় রানার আপ হয়েছেন জোয়া আফরোজ। সারা দেশের মধ্য থেকে ২৩ জনকে বেছে নিয়ে অনুষ্ঠিত হয় ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩।
রবিবার দিল্লিতে ঝা চকচকে অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ কনটেস্ট। মেয়ে হওয়ার পর এই প্রথম লাইভ কনসার্টে অংশ নেন ঐশ্বর্য রাই বচ্চন। ছিলেন সমাজের নানা অংশের বিশিষ্টজনেরা।
First Published: Monday, March 25, 2013, 11:22